মূত্র,বৃক্ক বিকল,ডায়ালাইসিস,বৃক্ক প্রতিস্থাপন
রক্তের আল্ট্রাফিল্ট্রেশন কোথায় ঘটে ?
ii. গ্লোমেরুলাস : বোম্যানস ক্যাপসুলের অভ্যন্তরে ঘনিষ্ঠভাবে গ্লোমেরুলাস অবস্থান করে । রেনাল ধমনি থেকে
সৃষ্ট একটি ক্ষুদ্র অন্তর্বাহী ধমনিকা বা অ্যাফারেন্ট আর্টারিওল (afferent arteriole) বোম্যানস ক্যাপসুলে প্রবেশ করে এবং ৫০-৬০টি কৈশিক জালিকায় বিভক্ত হয়ে গ্লোমেরুলাস গঠন করে । কৈশিকজালিকাগুলো পুনরায় মিলিত হয়ে বহির্বাহী ধমনিকা বা ইফারেন্ট আর্টারিওল (efferent arteriole) রূপে বোম্যানস ক্যাপসুল থেকে বেরিয়ে আসে ।
ইফারেন্ট আর্টারিওলের ব্যাস অ্যাফারেন্ট আর্টারিওলের চেয়ে কম হওয়ার কারণে গ্লোমেরুলাসে সর্বদা উচ্চ রক্তচাপ বজায় থাকে কে গ্লোমেরুলাস
রেনাল করপাসল-এ রক্তের আন্ট্রাফিক্ট্রেশন ঘটে এবং রক্ত থেকে রেচন বর্জ্য, পানি ও অন্যান্য দ্রব্য পরিসূত হয়ে গ্লোমেরুলার ফিলট্রেট (glumerular filtrate) হিসেবে বোম্যানস ক্যাপসুলে জমা
হয় ।