মূত্র,বৃক্ক বিকল,ডায়ালাইসিস,বৃক্ক প্রতিস্থাপন , হরমোনাল ক্রিয়া

রক্তে কোন আয়নের পরিমাণ বেড়ে গেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে?

মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে যখন বৃক্ব দেহের বর্জ্য পদার্থ অপসারণ, পানির সাম্য ও ইলেকট্রোলাইটের ভারসাম্য নিয়ন্ত্রণে অক্ষম হয়ে পড়ে তখন এ অবস্থাকে বৃক্কের তাৎক্ষণিক বিকল বলে এ ধরনের বিকলের ফলে প্রস্রাবের মাত্রা কমে যায় বা ও প্রস্রাব একেবারে বন্ধ হয়ে যায় ফলে দেহে যে পটাশিয়াম আয়ন উৎপন্ন হয় তা অপসারিত হয় না ফলে রক্তের পটাশিয়াম আয়ন এর পরিমাণ বেড়ে যায়, যা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ করে দিতে পারে।

মূত্র,বৃক্ক বিকল,ডায়ালাইসিস,বৃক্ক প্রতিস্থাপন , হরমোনাল ক্রিয়া টপিকের ওপরে পরীক্ষা দাও