লিঙ্গ নির্ধারণ নীতি, সেক্সলিঙ্কড ডিসঅর্ডার ও রক্তের বংশগতি জনিত সমস্যা
রফিক সাহেবের প্রথম সন্তান জন্মের পর আর কোন জীবিত সন্তান জন্মগ্রহণ করেনি। পরীক্ষার মাধ্যমে জানা গেল তিনি Rh+ এবং তার স্ত্রী Rh- রক্ত বহন করছেন।
★রফিক সাহেবের সন্তান মৃত হওয়ার জন্য দায়ী রোগটির নাম —
বংশগতভাবে Rh পজেটিভ (Rh+ve) অবস্থা Rh নেগেটিভ (Rh-ve) অবস্থার উপর প্রকট হওয়ায় প্রথম সন্তান Rh পজেটিভ (Rh+ve) হবে। এ শিশু মাতৃগর্ভে থাকাকালীন সময়ে মায়ের রক্তে Rh-অ্যান্টিবডি সৃষ্টি হবে। প্রথমবার গর্ভধারণকালে Rh-অ্যান্টিবডি যথেষ্ট পরিমাণে উৎপাদিত না হওয়ায় শিশুর কোনো ক্ষতি হয় না এবং এ শিশু জীবিত থাকে। কিন্তু দ্বিতীয় বা Rh+ve সন্তান ধারণকালে পূর্বে উৎপাদিত মায়ের রক্তের Rh-অ্যান্টিবডি অমরার মাধ্যমে ভ্রূণে প্রবেশ করে এবং ভ্রূণের লোহিত রক্তকণিকাগুলো ধ্বংস করতে থাকে। এতে ভ্রূণের বা সদ্যোজাত শিশুর মৃত্যু পর্যন্ত ঘটে। একে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস (Erythroblastosis fetalis) বলে ।