লালসালু

রহমত মুন্সী চতুর্থ নম্বর স্ত্রী হিসেবে কিশোরী মালাকে বিয়ে করে ঘরে আনলেন। রহমত মুন্সীর মতে, বিয়ে করা ধর্মীয় বিধান। এতে দোষের কিছু নেই। রহমত মুন্সী যেহেতু এ গ্রামের একজন অত্যন্ত ধার্মিক মানুষ, তাই তার কথার ওপর কেউ কথা বলার সাহসও দেখায় না। রহমত মুন্সীর মনোভাবে কোন বিষয়টি ফুটে উঠেছে?

আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে নারীদের ভোগ্যপণ্য হিসেবে বিবেচনা করা হয়। তাই পুরুষ চাইলে যেকোনো নারীকে বিয়ে করতে পারে। এমনকি একাধিক নারীকেও বিয়ে করে।

লালসালু টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

'কোটরাগত নিমীলিত সে চোখে একটুও কম্পন নেই।'

উক্তিটিতে ফুটে উঠেছে-

"তোমার দিলে কি ময়লা আছে” - কার দিল?

রহিম শেখ অজপাড়াগাঁয়ের একটি এবতেদায়ী মাদ্রাসার পড়ান। ধর্ম বা আধুনিক শিক্ষা ব্যবস্থার অনেক কিছুই তার জানা নাই। কিন্তু কুসংস্কার সম্পর্কে তিনি পুরোপুরি সচেতন। মানুষকে বিভ্রান্ত করার মতো কোনো ব্যাখ্যা তিনি নিজে না জেনে দেন না। মানবতা, পরিশ্রমের ফল ও মূল্যায়নই তাঁর ধর্মশিক্ষার মূল উদ্দেশ্য। স্বর্গ-নরক, ইহকাল-পরকাল সম্পর্কেও তার বক্তব্যটা অত্যন্ত সহজ-সরল। অনেকেই তাকে ইমানদার মনে না করলেও, সমাজের শিক্ষিত মানুষদের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে।

'লালসালু' উপন্যাসে মাতব্বর হিসেবে উল্লেখ করা হয়েছে কাকে?