২.১ রাদারফোর্ড, বোর পরমাণু মডেল

রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষায় ZnS কেন ব্যবহার হয়?

গুহ স্যার

রাদারফোর্ডের সেই বিখ্যাত পরিক্ষায় জিংক সালফাইডের পর্দা ব্যবহারের পেছনে খুব সুন্দর একটা যুক্তি আছে। আলফা কণা যখন নির্গমন করানো হয় তখন সেই ray গুলার ৯০% এর বেশি সোজাসুজি চলে যায়। ৪%-৫% এর মত একটু বেকে যায়। তো পরমানুর ভিতর যে ফাকা ছিল তখন তো বোঝার উপায় ছিল না। এজন্য আলফা কণা যে সোজা গেল নাকি বাকায় গেল সেটা বোঝার জন্যই পর্দায় ZnS এর আবরণ দেয়া ছিল যাতে আলফা কণা যেয়ে পর্দায় লাগ্লে বোঝা যায়।

আসলে ZnS রঞ্জক হিসেবে কাজ করে। এজন্য আলফা কণা যেয়ে লাগ্লে এই রঞ্জক কণা গুলা জ্বলে উঠে। তখন নিশ্চিত ভাবে বোঝা যায় যে, আলফা কণা এসে পর্দায় লেগেছে।

২.১ রাদারফোর্ড, বোর পরমাণু মডেল টপিকের ওপরে পরীক্ষা দাও