১.১০- ল্যাবরেটরি এর নিরাপত্তা ও ব্যাবহার বিধি

রাসায়নিক পদার্থকে শুষ্ক রাখতে ব্যবহৃত হয়-

গুহ স্যার

শুষ্ককারক বা ড্রায়িং এজেন্ট (drying agent) : যে সব রাসায়নিক পদার্থ এদের চারপার্শ্বের পরিবেশ থেকে জলীয় বাষ্পকে শোষণ করে পরিবেশে থাকা গ্যাসীয় পদার্থ বা কঠিন পদার্থকে আর্দ্রতা বা জলীয়বাষ্প মুক্ত রাখে, এদেরকে শুষ্ককারক বা drying agent বলা হয়। শুষ্ককারক পদার্থকে ডেসিকেটিং এজেন্টও বলে; কারণ এ সব শুষ্ককারক পদার্থ ডেসিকেটর (desiccator)-এ ড্রায়িং এজেন্টরূপে ব্যবহৃত হয়।

১.১০- ল্যাবরেটরি এর নিরাপত্তা ও ব্যাবহার বিধি টপিকের ওপরে পরীক্ষা দাও