লালসালু
রাহেলা চাকুরিজীবী নারী। ১৫ বছরের দাম্পত্য জীবনে রাহেলার সন্তান হয়নি। কিন্তু তার স্বামী মাটির মানুষ। তাই দ্বিতীয় বিয়ের কথা অনেকে বললেও সে এতিমখানা থেকে একটি অনাথ মেয়েকে এনে স্ত্রীকে দিয়ে বলে তোমার সন্তান এনেছি, তাকে নিয়েই আমরা বাঁচব।
গারো পাহাড় মধুপুর থেকে কত দিনের পথ?
'এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়, সচ্ছলতায় শিকড় গাড়া বৃক্ষ'- ব্যাখ্যা করো।
উদ্দীপকের রাহেলার স্বামীর মানসিকতার সাথে 'লালসালু' উপন্যাসের মাতব্বর খালেক ব্যাপারীর মানসিকতার বৈসাদৃশ্য আলোচনা করো।
'উদ্দীপকের বিষয়টি উপন্যাসের সমগ্র ভাবকে ধারণ করেনি।'- যথার্থতা বিচার করো।
'কোটরাগত নিমীলিত সে চোখে একটুও কম্পন নেই।'
উক্তিটিতে ফুটে উঠেছে-
"তোমার দিলে কি ময়লা আছে” - কার দিল?
'লালসালু' উপন্যাসে মাতব্বর হিসেবে উল্লেখ করা হয়েছে কাকে?
'লালসালু' উপন্যাসে মজিদ কার ভয়ে শঙ্কিত হয়?