নেটওয়ার্কের ধারণা, গুরুত্ব ও টপোলজি

রিং নেটওয়ার্কের জন্য প্রযোজ্য হলো-

(i)নেটওয়ার্ক বড় হলে তথ্য পারাপারের গতি কমে যায়

(ii)কেন্দ্রীয় কম্পিউটার থাকে

(iii)যেকোনো কম্পিউটার নষ্ট হলেও অন্য কম্পিউটার চালু থাকে

নিচের কোনটি সঠিক  ?

রিং নেটওয়ার্ক হলো এক ধরণের কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি যেখানে ডিভাইসগুলো একটি বৃত্তাকার পথে সংযুক্ত থাকে। এই বৃত্তাকার পথে ডেটা একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, প্রতিটি ডিভাইসের মধ্য দিয়ে যায়। রিং নেটওয়ার্কে, ডেটা একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, প্রতিটি নোডের মধ্য দিয়ে যায়। নেটওয়ার্ক যত বড় হবে, ডেটাকে প্রতিটি নোডে পৌঁছাতে তত বেশি সময় লাগবে, ফলে তথ্য পারাপারের গতি কমে যাবে।

নেটওয়ার্কের ধারণা, গুরুত্ব ও টপোলজি টপিকের ওপরে পরীক্ষা দাও