নেটওয়ার্কের ধারণা, গুরুত্ব ও টপোলজি
রিং নেটওয়ার্কের জন্য প্রযোজ্য হলো-
(i)নেটওয়ার্ক বড় হলে তথ্য পারাপারের গতি কমে যায়
(ii)কেন্দ্রীয় কম্পিউটার থাকে
(iii)যেকোনো কম্পিউটার নষ্ট হলেও অন্য কম্পিউটার চালু থাকে
নিচের কোনটি সঠিক ?
রিং নেটওয়ার্ক হলো এক ধরণের কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি যেখানে ডিভাইসগুলো একটি বৃত্তাকার পথে সংযুক্ত থাকে। এই বৃত্তাকার পথে ডেটা একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, প্রতিটি ডিভাইসের মধ্য দিয়ে যায়। রিং নেটওয়ার্কে, ডেটা একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, প্রতিটি নোডের মধ্য দিয়ে যায়। নেটওয়ার্ক যত বড় হবে, ডেটাকে প্রতিটি নোডে পৌঁছাতে তত বেশি সময় লাগবে, ফলে তথ্য পারাপারের গতি কমে যাবে।
ইন্টারনেট কোন ধরনের নেটওয়ার্ক?
মিস্টার আরিফ তার বহুতল বিশিষ্ট ভবনে মাল্টি কম্পনেন্ট কাঁচ দিয়ে তৈরি মাধ্যম দিয়ে কম্পিউটার সমূহের মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেন। ১০ কিলোমিটার দূরে অবস্থিত অন্য একটি ভবনের সাথে তথ্য আদান-প্রদানের জন্য তিনি IEEE 802.16 স্ট্যান্ডার্ড বিশিষ্ট কমিউনিকেশন সিস্টেম ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
কোন টপোলজিতে প্রতিটি স্তরের কম্পিউটার তার পরবর্তী স্তরের কম্পিউটারের জন্য অন্তবর্তী হোস্ট কম্পিউটার হিসেবে কাজ করে?
চ