রিকম্বিন্যান্ট ডিএনএ প্রযুক্তি
রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতিতে ইকোলাই ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়ে নিচের কোনটি তৈরি করা যায়?
একটি DNA অণুর কাঙ্খিত দু’জায়গা কেটে খণ্ডটিকে আলাদা করে অন্য এক DNA অণুর নির্দিষ্ট জায়গায় আটকে দেয়ার ফলে যে নতুন ধরনের DNA পাওয়া যায় তাকে রিকম্বিনেট DNA বলে। আর এটি তৈরির প্রক্রিয়াকে বলে রিকম্বিনেট প্রযুক্তি । এ পদ্ধতিতে বিভিন্ন অনুজীব ব্যবহার করা হয় ।যেমন— E. coli, Agrobacterium tumefaciens. এখানে উল্লেখ্য যে, এই পদ্ধতিতে E. coli ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়ে ইনস্যুলিন তৈরি করা হয় ।