যৌবনের গান

রিনা তার শাশুড়ির সঙ্গে ঈদের কেনাকাটা করে বাড়ি ফিরছিল। রাস্তায় ছিনতাইকারী আক্রমণ করলে রিনা ভয়ে টাকাপয়সা, গয়না সব দিয়ে দেয়। কিন্তু রিনার শাশুড়ি ছিনতাইকারীদের প্রতিহত করতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়।

'যৌবনের গান' প্রবন্ধের আলোকে উদ্দীপকের রিনার শাশুড়িকে বলা

যায়-

যৌবনের গান টপিকের ওপরে পরীক্ষা দাও