যৌবনের গান
রিনা তার শাশুড়ির সঙ্গে ঈদের কেনাকাটা করে বাড়ি ফিরছিল। রাস্তায় ছিনতাইকারী আক্রমণ করলে রিনা ভয়ে টাকাপয়সা, গয়না সব দিয়ে দেয়। কিন্তু রিনার শাশুড়ি ছিনতাইকারীদের প্রতিহত করতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়।
'যৌবনের গান' প্রবন্ধের আলোকে উদ্দীপকের রিনার শাশুড়িকে বলা
যায়-
'জবাকুসুমসঙ্কাশ' শব্দটির অর্থ কী?
'মার্তণ্ডপ্রায়' শব্দের অর্থ কী?
সানইয়াত কোন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন?
— নাম কী ভাই আপনার?
— নরোত্তম পালিত।
— সত্যি গতবারের শিখারিগাছের বন্যায় দেখলাম কী সাংঘাতিক পরিশ্রম করেছেন। এবার পাথরঘাটার ভূমিকম্পে আশ্রয়হীন মানুষগুলোকে যেভাবে সাহায্য করলেন — আপনিই নরে উত্তম।
'যৌবনের গান' প্রবন্ধে উল্লিখিত যার মহৎ গুণ উদ্দীপকের নরোত্তম পালিতের মধ্যে প্রকাশিত হয়-
i. মহামানবের
ii. মহাত্মার
iii. মহাবীরের
নিচের কোনটি সঠিক?