ডেটাবেজ রিলেশন এবং এর বিভিন্ন প্রকারভেদ
রিলেশনাল ডেটাবেজ মডেলে ডেটার দিকগুলো হলো- ( i)ডেটা স্ট্রাকচার (ii) ডেটা ম্যানিপিউলেশন (iiiডেটা ইন্ট্রিগ্রিটি নিচের কোনটি সঠিক ?
উপরের ছবি অনুযায়ী উত্তর হবে সবগুলো
উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
ID | Name | Address |
---|---|---|
1001 | Anika Azad | Kushtia |
1002 | Shafin Hasan | Dhaka |
1003 | Adnan Jaami | Rangpur |
Table-1
SL | Designation | Address |
---|---|---|
1 | Manager | 40,000 |
2 | Officer | 25,000 |
3 | Accountant | 50,000 |
Table-2
উক্ত টেবিলদ্বয় থেকে যাদের বেতন 40,000 বা তার চেয়ে বেশি তাদের নাম ও পদবী দেখাতে বলা হলো। "খ" নামক ব্যক্তি শর্ত সাপেক্ষে কমান্ড দিয়েই উক্ত কাজটি করে দিল কিন্তু এই প্রক্রিয়ায় একটু বেশি সময় নিচ্ছির। 'গ' নামক ব্যক্তি বললো, একটি গুরুত্বপূর্ণ ফাইল তৈরি করলে উক্ত কাজটি অনেকটা দ্রুত হবে তবে ডেটা এন্ট্রিতে একটু বেশি সময় নেবে।
বর্তমানে বিশ্বব্যপী ও জনপ্রিয় ও বহুল ব্যবহৃত রিলেশনাল ডেটাবেজ হচ্ছে-
i. পোস্টগ্রেস
ii. মাইক্রোসফট অ্যাকসেস
iii. এসকিউয়েলাইট নিচের কোনটি সঠিক?