রুই মাছের রক্ত সংবহন তন্ত্র, শ্বসনতন্র ও বায়ুথলির গঠন
রুইমাছের হৃদপিতে কোন কপাটিকা বিদ্যমান ?
রুই মাছের ফুলকাদুটির পেছনে পেরিকার্ডিয়াল গহ্বর নামে এক বিশেষ ধরনের গহ্বরে হৃৎপিন্ড অবস্থান করে।পেরিকার্ডিয়াম নামক আবরণে হৃৎপিন্ডটি আবৃত থাকে।অন্যান্য মাছের মতো রুই মাছের হৃৎপিন্ডটিও দুই প্রকোষ্ঠবিশিষ্ট-একটি অলিন্দ বা অ্যাট্রিয়াম এবং অন্যটি নিলয় বা ভেন্ট্রিকল।
এছাড়াও সাইনাস ভেনেসাস নামে একটি উপপ্রকোষ্ঠ রয়েছে।