রুই মাছের গঠন
রুই মাছের কোন অংশ পানির গুণাগুণ সংক্রান্ত রাসায়নিক সংবেদ গ্রহণ করে?
রুই মাছের পার্শ্বরেখা অঙ্গ পানির গুণাগুণ সংক্রান্ত রাসায়নিক সংবেদ গ্রহণ করে । মাছের দেহের দু'পাশে এক সারি ছোট গর্ত আছে যা আঁইশের নিচে অবস্থিত একটি লম্বা খাদের সঙ্গে যুক্ত। এ খাদ ও গর্তের সমন্বয়ে মাছের পার্শ্বরেখা অঙ্গ (lateral line organ) গঠিত হয়। এতে অবস্থিত সংবেদী কোষ পানির তরঙ্গ থেকে সংবেদ গ্রহণ করে।