প্রকৃতিতে রুই মাছের প্রজনন, নিষেক ও রুই মাছের সংরক্ষণ

রুই মাছে লার্ভা দশায় কতক্ষণ পর ফুলকা আর্চ দৃশ্যমান হয়? 

লার্ভা বেরিয়ে আসার ৪৮ ঘন্টা পর লার্ভা লম্বা হয়।এসময় কুসুমথলি সামনের দিকে সামান্য উত্তল হয় ও বায়ুথলি দেখা যায়।লার্ভার মাথায় ক্রোম্যাটোফোর উৎপন্ন হওয়ায় মাথা কালো দেখায়,তখন ফুলকা আর্চ স্পষ্ট হয় এবং দেহ ফ্যাকাশে বর্ণ ধারণ করে।

প্রকৃতিতে রুই মাছের প্রজনন, নিষেক ও রুই মাছের সংরক্ষণ টপিকের ওপরে পরীক্ষা দাও