রেওয়ামিলের বিষয়বস্তু
রেওয়ামিল প্রস্তুত করা হয়-
কারবারে আর্থিক অবস্থা নিরূপণের জন্য তৈরী করা হয় চূড়ান্ত হিসাব। আর সঠিক ভাবে আর্থিক অবস্থা জানতে হলে যাবতীয় হিসাব হতে হবে শুদ্ধ বা নির্ভুল।
রেওয়ামিল দ্বারা প্রতিষ্ঠানের ডেবিট ও ক্রেডিট পক্ষ সমান প্রমান করা হয় এবং ভুল ত্রুটি থাকলে তা সংশোধন করা হয়।
হিসাব বইয়ের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য তৈরি করা হয় রেওয়ামিল ।