বিভিন্ন প্রজন্মের মোবাইল
দ্বিতীয় প্রজন্ম (Second Generation-2G: 1991-2000) : আনালগ ট্রান্সমিশনের পরিবর্তে ডিজিটাল ট্রান্সমিশনের মাধ্যমে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন চালু হয়। তাই Second Generation-2G কে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বলা হয়। এ সময়ের মোবাইল ফোনের টেকনোলজির প্রধান বৈশিষ্ট্য হলো GSM (Global System for Mobile Communication) এবং CDMA (Code Division Multiple Access) সুবিধা।
মোবাইল ফোনের কোন প্রজন্ম থেকে সিগন্যাল চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে?
তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের সুবিধাগুলো হচ্ছে—
i. আন্তর্জাতিক রোমিং ও ভিডিও কল
ii. ই-কমার্স ও মোবাইল ব্যাংকিং
iii. বিল্ট ইন ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?
কোন দেশ ২০১৮ সালের শীতকালীন অলিম্পিক গেমস-এ SG নেটওয়ার্কের ব্যবহার প্রাথমিকভাবে প্রদর্শন করে সফলতা পেয়েছে?