চাষার দুক্ষু

রোকেয়া সাখাওয়াত হোসেন কোন জেলায় জন্মগ্রহণ করেন?

RU-A 17-18 Group-A2: Set-A

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতায় মারা যান।

চাষার দুক্ষু টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

রোকেয়া সাখাওয়াতের মতে কৃষকের দারিদ্র্য ঘুচবে-
i. সভ্যতার বিকাশে
ii. শিক্ষার বিস্তারে
iii. দেশীয় শিল্পের প্রসারে
নিচের কোনটি সঠিক?

আব্দাল মিয়া একজন কুমোর। সাত পুরুষ ধরে তার পরিবারের সবাই এই পেশায় জড়িত। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে মাটির তৈজসপত্রের চাহিদা কমে যাওয়ায় তার আর্থিক অবস্থা আর আগের মতো নেই। তবে সে ভেঙে পড়েনি। পরিবারের সকলের সহযোগিতা ও কর্মমুখী শিক্ষা গ্রহণ করে অন্য পেশায় নিয়োজিত হয়ে সে অনেকটা আত্মনির্ভরশীল। পাশাপাশি সে সাত পুরুষের পেশাও ছাড়েনি। সময় পেলেই সে মাটির শৌখিন জিনিসপত্র তৈরি করে বিক্রি করে।

বেগম রোকেয়ার মতে সমাজের মেরুদণ্ড কারা?

‘গন্ধবণিক’ বলতে কোন ধরনের ব্যবসায়ীকে বোঝায়?