জলজ, মরুজ ও লবণাক্ত পরিবেশে জীবের অভিযোজন প্রক্রিয়া

লবণাক্ত মাটির উদ্ভিদের ক্ষেত্রে-

  1.  নিউমেটোফোরের সাহায্যে শ্বাসকার্য চালায়     

  2.  বীজে জরায়ুজ অঙ্কুরোদগম ঘটায়   

  3.  অঙ্কুরিত বীজ ভ্রূণমূলের ভারে মাটিতে এসে পড়ে 

নিচের কোনটি সঠিক? 

আজিবুর স্যার

লোনামাটির উদ্ভিদের বৈশিষ্ট্য:

  • লোনামাটির উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো থাকে।

  • এদের ভদ্ভমূল বা ঠেসমূল থাকে যা মাটির সামান্য নিচে বিস্তৃত থাকে।

  • মাটিতে O₂, কম থাকায় অনেক উদ্ভিদে শ্বাসমূল বা নিউমেটোফোর সৃষ্টি হয়।

  • মাটির নিচের শাখা মূল থেকে শ্বাসমূল মাটির উপরে উঠে আসে।

  • এদের গায়ে শ্বাসছিদ্র থাকে, যা দিয়ে বায়ু থেকে O₂ গ্রহণ করে।

  • মূলের অভ্যন্তরে (কর্টেক্স-এ) বড় বড় বায়ুকুঠুরী থাকে।

  • লোনামাটির উদ্ভিদে প্রস্বেদন কম হয়।

  • অনেক উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদগম হয়।

জলজ, মরুজ ও লবণাক্ত পরিবেশে জীবের অভিযোজন প্রক্রিয়া টপিকের ওপরে পরীক্ষা দাও