লালসালু
'লালসালু' উপন্যাসে কোন্ চরিত্রের মধ্যে ব্যক্তিত্বহীনতা লক্ষ করা যায়?
• আপনি ঠিক বলেছেন, লালসালু উপন্যাসে ব্যক্তিত্বহীনতার প্রকৃষ্ট উদাহরণ খালেক ব্যাপারী চরিত্র।খালেক ব্যাপারী হলো একজন স্বার্থপর, চতুর এবং কপট প্রকৃতির মানুষ, যিনি ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের উপর আধিপত্য বিস্তার করে। তার মধ্যে নিজস্ব কোনো দৃঢ় নীতি বা আদর্শ নেই।
'কোটরাগত নিমীলিত সে চোখে একটুও কম্পন নেই।'
উক্তিটিতে ফুটে উঠেছে-
"তোমার দিলে কি ময়লা আছে” - কার দিল?
রহিম শেখ অজপাড়াগাঁয়ের একটি এবতেদায়ী মাদ্রাসার পড়ান। ধর্ম বা আধুনিক শিক্ষা ব্যবস্থার অনেক কিছুই তার জানা নাই। কিন্তু কুসংস্কার সম্পর্কে তিনি পুরোপুরি সচেতন। মানুষকে বিভ্রান্ত করার মতো কোনো ব্যাখ্যা তিনি নিজে না জেনে দেন না। মানবতা, পরিশ্রমের ফল ও মূল্যায়নই তাঁর ধর্মশিক্ষার মূল উদ্দেশ্য। স্বর্গ-নরক, ইহকাল-পরকাল সম্পর্কেও তার বক্তব্যটা অত্যন্ত সহজ-সরল। অনেকেই তাকে ইমানদার মনে না করলেও, সমাজের শিক্ষিত মানুষদের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে।
'লালসালু' উপন্যাসে মাতব্বর হিসেবে উল্লেখ করা হয়েছে কাকে?