সিরাজউদ্দৌলা

লাল পলাশের ভস্মস্তূপে কিসের জ্বালা

স্তব্ধ অধীর বজ্রগর্ভ মেঘের মতো?

শিবির-সীমায় মনের ছায়ায় ইতস্তত

ছড়ায় সে তার কূট-মন্ত্রণা ঘৃণায় ঢালা

দুই শতকের সেই একদিন মনে কি পড়ে?

মিরজাফরের গুলির শিখায়,

সমুদ্ধত নিভল তোমার দিনের সূর্য দিগন্তরে

দূর গোধূলীর সেই একদিন মনে পড়ে

মনে কি পড়ে?

RB 17
সিরাজউদ্দৌলা টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

জমিদার নন্দলালের মৃত্যুর পর তার একমাত্র উত্তরাধিকারী গোবিন্দলাল জমিদারি পায়। গোবিন্দলাল বয়সে তরুণ ও সরল প্রকৃতির। তার এ সুযোগ নিয়ে তার কাকা শিশির গোবিন্দলালের অমাত্যদের নিয়ে 'ঘরের শত্রু বিভীষণে' পরিণত হয়। গোবিন্দলাল বিষয়টি বুঝতে পারে এবং তার যথোপযুক্ত ব্যবস্থা নেয়।

রাত পোহাবার কত দেরি পাঞ্জেরী?

এখনো তোমার আসমান ভরা মেঘে

সেতারা, হেলাল এখনো ওঠেনি জেগে

তুমি মাস্কুলে, আমি দাঁড় টানি ভুলে;

অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি।

রাত পোহাবার কত দেরি পাঞ্জেরী?

দীঘল রাতের শ্রান্তসফর শেষে

কোন দরিয়ার কালো দিগন্তে,

আমরা পড়েছি এসে?

পাঞ্জেরী- ফররুখ আহমদ।

'সিরাজউদ্দৌলা' নাটকে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি?

সালভেদর আলেন্দে ছিলেন চিলির নির্বাচিত প্রেসিডেন্ট। ১৯৭৩ সালে দেশের সেনাবাহিনী তাকে হত্যা করে ক্ষমতা গ্রহণ করে আলেন্দ কর্তৃকই নিয়োগপ্রাপ্ত জেনারেল পিনোচেট।

উভয় চরিত্রের সাদৃশ্যগত বৈশিষ্ট্য-

i. ক্ষমতালিপ্সা

ii. বিশ্বাসঘাতকতা

iii. কাপুরুষতা

নিচের কোনটি সঠিক?