৪.১২ লেড স্টোরেজ ও লিথিয়াম ব্যাটারি
লিথিয়াম ব্যাটারিতে ক্যাথোড হল-
লিথিয়াম ব্যাটারি ও লিথিয়াম আয়ন ব্যাটারি নামে দু'ধরনের ব্যাটারি আছে।
লিথিয়াম ব্যাটারি: লিথিয়াম ব্যাটারি প্রাইমারি ব্যাটারি এবং রিচার্জেবল নয়। লিথিয়াম ব্যাটারিতে লিথিয়ামকে অ্যানোড ও ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্যরূপে অজলীয় জৈব দ্রাবকে (যেমন অ্যাসিটোনাইট্রাইলে CHCN) লিথিয়াম পারক্লোরেট, LiCIO দ্রবণ এবং ক্যাথোডরূপে প্রায় ক্ষেত্রে MnO অথবা সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড (AgVO) ব্যবহৃত হয়। এ সব ধাতুর অক্সাইডের কেলাস গঠনে অসংখ্য Li+ আয়ন শোষিত (absorb) থাকে। (Energy/mass) অনুপাত অনুসারে লিথিয়াম ব্যাটারির উচ্চ কোষ বিভব, (E°) মান রয়েছে;