মানব কল্যাণ
লেখকের মতে মানবকল্যাণ হতে পারে না-
i. সম্পর্করহিত
ii. বিচ্ছিন্ন
iii. স্বয়ম্ভূ
নিচের কোনটি সঠিক?
আমাদের দেশে মানবকল্যাণের রূপ কুৎসিত কেন?
এই 'পৃথিবীতে দরিদ্র জনসংখ্যাই বেশি। এই দরিদ্র জনগোষ্ঠীর নিত্যসঙ্গী দুঃখ-দারিদ্র্য। নিজেদের দারিদ্র্য বিমোচনের জন্য চেষ্টা না করে তারা প্রায়ই হাত পাতে ধনী দেশগুলোর কাছে।
উদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে?
ছাত্রজীবনে আবুল ফজল কোন আন্দোলনে যুক্ত হন?
'মানব-কল্যাণ' প্রবন্ধে "ওপরের হাত" মানে কী?