বাক্য প্রকরণ

‘লেখাপড়া বিষয়ে তার যে গভীর অনুরাগ ছিল, এ-কথা বলা যায় না।' এটি কী ধরনের বাক্য?

DU 14-15

একটি প্রধান বাক্যের সঙ্গে খণ্ডবাক্য সাপেক্ষ সর্বনাম বা নিত্যসম্বন্ধীয় অব্যয়যোগে যে পূর্ণবাক্য গঠন করে, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে । যেমন : আমি যে গান গাই, তা যৌবনের গান।

●সরল বাক্য:

যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। যথা- পুকুরে পদ্মফু জন্মে। এখানে ‘পদ্মফুল’ উদ্দেশ ̈ এবং ‘জন্মে’ বিধেয়। এ রকম কিছু উদাহরণ :

বৃষ্টি হচ্ছে।

তোমরা বাড়ি যাও।

ধনীরা প্রায়ই কৃপণ হয়।

মিথ্যাবাদীকে কেউ ভালবাসে না।

শিক্ষিত লোকেরা অত ̈ন্ত বুদ্ধিমান।

ধনীরা প্রায়ই কৃপণ হয়।

মা শিশুকে ভালোবাসে।

হযরত মোহাম্মদ (স.) ছিলেন একজন আদর্শ মানব। স]

সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে।

সরল বাক্য চেনার সহজ উপায়

সরল বাক্যে একটিই সমাপিকা ক্রিয়া থাকে। একটি সরল বাক্যে একটি বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। যেমন- কেহ কহিয়া না দিলেও (অসমাপিকা ক্রিয়া) তপোবন বলিয়া বোধ হইতেছে (সমাপিকা ক্রিয়া)।

সরল বাক্যে ক্রিয়াপদ উহ্য থাকতে পারে। যেমন- জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র।

সরল বাক্যের ভেতরে কোন খণ্ডবাক্য বা একাধিক পূর্ণবাক্য থাকে না। যেমন- চেহারা নিষ্প্রভ হলেও তার মুখাবয়বে একটা পরিতৃপ্তির আভা ছিল।

●যৌগিক বাক্য

একাধিক সরল বাক্য কোন অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমনঃ

তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি। (সরল বাক্য দুটি- তার বয়স হয়েছে, তার বুদ্ধি হয়নি)

সে খুব শক্তিশালী এবং বুদ্ধিমান। (সরল বাক্য দুটি- সে খুব শক্তিশালী, সে খুব বুদ্ধিমান)

ধনীদের ধন আছে, কিন্তু তারা প্রায়ই কৃপণ হয়।

বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে।

এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না।

সে আসতে চায়, তথাপি আসতে পারে না।

তাঁর বুদ্ধি হয়েছে, কিন্তু বুদ্ধি পাকেনি।

সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।

যৌগিক বাক্য চেনার সহজ উপায়

যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো আর, এবং, ও, বা, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি, তবে, তবে কি না, নতুবা, তবু, হয়..নয়, হয়.. না হয়, কেন..না, তত্রাচ, অপিচ প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে। তবে কোন অব্যয় ছাড়াও দুটি সরল বাক্য

একসঙ্গে হয়ে যৌগিক বাক্য গঠন করতে পারে।

(খ) উত্তরঃ

i) বিদ্বান হলেও তার অহংকার নেই। (যৌগিক)

উত্তর: তিনি বিদ্বান কিন্তু তার অহংকার নেই।

ii) ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। (জটিল)

উত্তর: যে সম্পর্কটা ঠাট্টার সেটা স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই।

iii) আমি আশা ছাড়িতে পারিলাম না। (অস্তিবাচক)

উত্তর: আমি আশা ছাড়তে অপারগ।

iv) সদা সত্য কথা বলা উচিত। (অনুজ্ঞা)

উত্তর: সদা সত্য কথা বলো।

v) বাঁশির সুরটি সুমধুর। (বিস্ময়বোধক)

উত্তর: বাঃ! বাঁশির সুর কী সুমধুর !

vi) ইহারা অন্য জাতের মানুষ। (নেতিবাচক)

উত্তর: ইহারা এই জাতের মানুষ নয়।

●খন্ড বাক্য: একটি উদ্দেশ্য পদ ও বিধেয় পদ স্বাধীনভাবে কোনো বাক্য গঠন করতে পারে না কিন্তু অন্য বাক্যের সাথে যুক্ত হয়ে একটি পূর্ণাঙ্গ বাক্যের অংশ হয় তাহলে সেটি খন্ড বাক্য। যেমন: যারা বিনয়, তারা সব সময় সকলের সাথে ভালো ব্যবহৃত করে ।

বাক্য প্রকরণ টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

(ক) বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক? উদাহরণসহ লেখো।

অথবা,

(খ) বন্ধনীর নির্দেশ অনুসারে যেকোনো পাঁচটি বাক্যের বাক্যান্তর করো:

i. সে আর ভিক্ষা করে না। (প্রশ্নবোধক)

ii. বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়? (অস্তিবাচক)

iii. তোমার এরূপ ব্যবহার অনুচিত। (নেতিবাচক)

iv. তারা কি যাবে কোথাও? (অস্তিবাচক)

V. লোকটির সবই আছে, কিন্তু সুখী নয়। (জটিল বাক্য)

vi. আমার এমন কিছু নেই, যা তোমাকে দিতে পারি। (সরল)

vii. সূর্যোদয়ে পদ্মফুল ফোটে। (জটিল বাক্য)

viii. যিনি জ্ঞানী, তিনিই সত্যিকার ধনী (সরল বাক্য)

“বাজার শেষ করে বাড়ি”- বাক্যটিতে কোন গুণের অভাব রয়েছে?

নিচের কোনটি বহুবচনবাচক বাক্য?

বাক্যস্থিত পদসমূহের অর্থগত এবং ভাবগত মেলবন্ধনের নাম কী?