ভাস্কুলার বান্ডল

লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডলের-

  1. কেন্দ্রে ফ্লোয়েম থাকে 

  2. চতুর্দিকে জাইলেম থাকে 

  3. কেন্দ্রে জাইলেম ও চতুর্দিকে ফ্লোয়েম থাকে

নিচের কোনটি সঠিক? 

আজিবুর স্যার

কেন্দ্রিক (Concentric): জাইলেম অথবা ক্লোয়েম টিস্যুর যে কোনো একটি কেন্দ্রে থাকে এবং অন্যটি তাকে চারদিক থেকে ঘিরে রাখলে তাকে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল বলে। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল সব সময়ই বন্ধ হয় অর্থাৎ জাইলেম ও ফ্লোয়েমের মধ্যখানে কোনো ক্যাম্বিয়াম থাকে না। সাধারণত টেরিডোফাইটে এ ধরনের বান্ডল অধিক দেখা যায়। জাইলেম ও ফ্লোয়েমের তুলনামূলক অবস্থানের উপর নির্ভর করে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডলকে নিম্নলিখিত দু'ভাগে ভাগ করা হয়েছে; যথা:


(১) হ্যাড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক (Hadrocentric)। এ ক্ষেত্রে জাইলেম কেন্দ্রে থাকে এবং ফ্লোয়েম তাকে সম্পূর্ণরূপে ঘিরে রাখে; যেমন- Preris, Lycopodium ইত্যাদি উদ্ভিদের ভাস্কুলার বান্ডল।


(ii) লেন্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক (Leptocentric): এ ক্ষেত্রে ফ্লোয়েম কেন্দ্রে থাকে এবং জাইলেম তাকে ঘিরে রাখে; যেমন- Dracaena উদ্ভিদের ভাস্কুলার বান্ডল

ভাস্কুলার বান্ডল টপিকের ওপরে পরীক্ষা দাও