২.৫ বন্ধন বিভাজন, বিকারক, আলিফেটিক হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন
লোহা কাটা ও জোড়া লাগাতে কোনটি ব্যবহার করা হয়?
অক্সিজেন এবং অ্যাসিটিলিন নামক গ্যাসের মিশ্রণকে অক্সি-অ্যাসিটিলিন বলা হয়। এই মিশ্রণকে প্রজ্জ্বলিত করলে, যে অগ্নিশিখার সৃষ্টি হয় তাকেই অক্সি-এ্যাসিটিলিন শিখা (Oxy-acetylene flame) বলে। এই শিখার তাপমাত্রা প্রায় ৩৩০০ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। কঠিন ধাতব পদার্থকে কাটা বা গলিয়ে জোড়া লাগানোর জন্য এই গ্যাস ব্যবহৃত হয়। অক্সি-এ্যাসিটিলিন গ্যাসের প্রজ্জ্বলিত শিখার সাহায্যে ধাতব পদার্থের জোড়া লাগানোর এই প্রক্রিয়াকে ওয়েল্ডিং বলা হয়।