১.১০- ল্যাবরেটরি এর নিরাপত্তা ও ব্যাবহার বিধি

ল্যাবরেটরিতে কাজ শুরু করার পূর্বে তোমার প্রয়োজন হবে-
i. কলেজ ড্রেস রক্ষার জন্য অ্যাপ্রন পরা

ii. চোখে সূর্যালোক না পড়ার জন্য চশমা পরা 
iii. ক্ষতিকারক গ্যাস প্রস্তুতিতে মাস্ক পরা 

হাজারী এবং হারানাথ নাগ

চশমা পরার উদ্দেশ্য - ক্ষতিকর উদ্বায়ী গ্যাস হতে চোখকে রক্ষা করা।

মাস্ক পরার উদ্দেশ্য - ক্ষতিকর গ্যাস থেকে নিজেকে বাচানো।

অ্যাপ্রন পরার উদ্দেশ্য - নিজের ড্রেস রক্ষা করা।

১.১০- ল্যাবরেটরি এর নিরাপত্তা ও ব্যাবহার বিধি টপিকের ওপরে পরীক্ষা দাও