১.৩- ল্যাবরেটরি, যন্ত্রপাতি ও গ্লাস সামগ্রী পরিষ্কার কৌশল
ল্যাবরেটরিতে ক্ষয়কারক বিকারক হলো-
নিচের কোনটি সঠিক?
ক্ষয়কারক পদার্থ : যেমন- ব্লিচিং সল্যুশন, গাঢ় এসিড যেমন ও ক্ষার দ্রবণ যেমন, , ড্রেইন ক্লিনার। এসব পদার্থ ত্বকের মারাত্মক ক্ষতি ও Severe burns ঘটায় । রাসায়নিক পদার্থের গাঢ়তার ওপর ক্ষতির প্রকৃতি নির্ভর করে। চোখ ও ত্বক নষ্ট হয়।
একজন শিক্ষার্থী ল্যাবরেটরিতে কাজ করার সময় তার হাতে গাঢ় H2SO4 পড়ে গেল,.ল্যাব শিক্ষক সাথে সাথে তার হাত 5% 'X ' দ্রবণ দ্বারা ধুয়ে দিলেন।
H2SO4 এর পরিবর্তে NaOH পড়ে গেলে ল্যাব শিক্ষক কোনটি বেবহার করতেন?
একজন শিক্ষার্থী টেস্ট টিউবে এসিডীয় দ্রবণ তাপ দেওয়ার সময় তা বাম্পিং করে অপর শিক্ষার্থীর চোখে মুখে পড়লো। ল্যাব শিক্ষক 5% X দ্রবণ দিয়ে চোখ মুখ ধুয়ে ডাক্তারের কাছে পাঠালেন।
আক্রান্ত শিক্ষার্থী ও পরীক্ষা পরিচালনারত শিক্ষার্থীর ভুল ছিল
আক্রান্ত শিক্ষার্থী চোখে সেফটি গগলস বেবহার করে নাই
টেস্টটিউবকে সঠিকভাবে তাপ দেয়া হয় নাই
আক্রান্ত শিক্ষার্থী মুখে মাস্ক ব্যবহার করে নাই
নিচের কোনটি সঠিক,?
নিচের কোন অক্সাইড পাইরেক্স গ্লাস তৈরীতে ব্যবহার হয়?