বিশ্বগ্রাম ও ধারণা
শফিক একজন আইটি নির্ভর শিক্ষার্থী। সে গ্রামে বাস করলেও বিশ্বের গুরুত্বপূর্ণ সকল খবরের সাথেই পরিচিত। কিন্তু তার বন্ধু আইটি সম্পর্কে একেবারেই অবগত নয়। শফিকের বন্ধুর বিশ্বগ্রামের সুবিধা পেতে নিচের কোনটির অপরিহার্য ?
Internet ব্যবহার করে শফিক দেশ-বিদেশের সকল খবর মুহুর্তের মধ্যেই পেয়ে থাকে।ইন্টারনেট হলো সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি বা ইন্টারনেট প্রটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ডেটা আদান-প্রদান করা হয়।
সুগার মিলগুলো আখ চাষিদের জন্য কোন ব্যবস্থা চালু করেছে?
আমেরিকায় MIT অধ্যয়নরত আবরার তার বাবা-মায়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখে। এক্ষেত্রে আবরার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তা গ্রহণ করে। আবরারের বাবা-মায়ের জন্য যোগাযোগ ব্যবস্থা-
i) ফেসবুক
ii) ম্যাসেঞ্জার
iii) স্কাইপি
নিচের কোনটি সঠিক?
আমেরিকা, ইউরোপ কিংবা উন্নতদেশগুলোতে জ্ঞানভিত্তিক অর্থনৈতিক বিকাশের ফলে তৈরি হয়েছে-
i) বিপুল পরিমাণ ডেটা প্রসেসিং
ii) আইসিটি এনাবল্ড কাজ
iii) ডেটা বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
তথ্য প্রযুক্তির বিশ্বায়ন বাস্তবায়নে প্রয়োজন- i) দক্ষতা ii) উপযোগিতা থাকা iii) সক্ষমতা নিচের কোনটি সঠিক?