ধ্বনি ও বর্ণ

শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের স্থান পরিবর্তন ঘটলে তাকে বলে-

DU 15-16

শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। কতিপয় ধ্বনি বিপর্যয় : পিশাচ > পিচাশ, লোকসান > লোসকান, রিকসা > রিসকা, লাফ > ফাল, তলোয়ার > তরোয়াল, ডেস্ক> ডেকস।

সমীভবন:শব্দের মধ্যে, দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করলে তাকে সমীভবন বলে ।

যেমন:বড়দা>বদ্দা, জন্ম>জম্ম ইত্যাদি ।

বিপ্রকর্ষ: উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে,তখন তাকে বিপ্রকর্ষ বলে ।

যেমন:গ্রাম>গেরাম,রত্ন>রতন ইত্যাদি।

অসমীকরণ: একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয়, তখন তাকে অসমীকরণ বলে। যেমন:- ধপধপ>ধপাধপ, টপটপ>টপাটপ ইত্যাদি।

ধ্বনি ও বর্ণ টপিকের ওপরে পরীক্ষা দাও