শৈবাল ও ছত্রাকের সহাবস্থান

শাখা-প্রশাখাবিশিষ্ট আকর্ষণীয় লাইকেনকে কী বলে?

মাজেদা বেগম ম্যাম

ফ্রুটিকোজ লাইকেন (Fruticose lichen) : এ ধরনের লাইকেন চ্যাপ্টা বা দণ্ডের মতো, অধিক শাখা-প্রশাখাযুক্ত এবং কেবল গোড়ার অংশ দিয়ে নির্ভরশীল বস্তুর গায়ে লেগে থাকে। এ ধরনের লাইকেন অনেক সময়ই ঝুলে থাকে, খাড়া হয়েও থাকতে পারে। যেমন- fatharia columbiana Ilsxe Cledonia lonoring ইত্যাদি।

শৈবাল ও ছত্রাকের সহাবস্থান টপিকের ওপরে পরীক্ষা দাও