ফেব্রুয়ারি ১৯৬৯
শামসুর রাহমানের পৈত্রিক নিবাস কোথায়?
শামসুর রাহমান ১৯২৯ খ্রিষ্টাব্দের ২৩এ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস নরসিংদীর পাড়াতলি গ্রামে। তাঁর পিতার নাম মুখলেসুর রহমান চৌধুরী ও মাতার নাম আমেনা খাতুন।
'চতুর্দিকে' মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ'- পঙ্ক্তিটি দ্বারা বোঝানো হয়েছে-
i. শাসকের অত্যাচার
ii. স্বৈরতান্ত্রিক মনোভাব
iii. অত্যন্ত নিষ্ঠুরতা
নিচের কোনটি সঠিক?
'এ রঙের বিপরীত আছে অন্য রং'- এখানে যে রঙের কথা বলা হয়েছে তা হল-
শিমুল সম্প্রতি 'নিজ বাসভূমে' কাব্যের একটি কবিতা পাঠ করেছে। কবিতাটিতে ১৯৫২ এবং ১৯৬৯ সালের আন্দোলনের কথা ব্যক্ত হয়েছে। উক্ত কবিতাটি-
i. শ্রেণি চেতনার কবিতা
ii. দেশপ্রেমের কবিতা
iii. গণজাগরণের কবিতা
কোনটি সঠিক?
‘ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি শ্রেষ্ঠ শিল্পকর্ম হয়ে উঠছে- i. গদ্যছন্দের সুষ্ঠু বিকাশে ii. পদ্যছন্দের সুষ্ঠু বিকাশে iii. প্রবহমান ভাষার সুষ্ঠু বিকাশে নিচের কোনটি সঠিক?