কুকুরের লালার প্রতিবর্তী ক্রিয়ার (Reflexes) উপর Pavlov বর্ণনা ও মৌমাছির সমাাজিক সংগঠন।

শিমুল দেখল কর্মী মৌমাছিগুলো কিছু তরুণ মৌমাছিকে খাওয়াচ্ছে। মৌমাছির এ আচরণ অবশ্যই কোন একটি উদ্দীপনার প্রতি সাড়াদানকে প্রমাণিত করে।

উদ্দীপকের উল্লিখিত প্রাণীর সমাজবদ্ধতার বৈশিষ্ট্য—

  1. প্রতিরক্ষা
  2. জন ও গণতান্ত্রিকতা
  3. উত্তরাধিকার নির্বাচন 

নিচের কোনটি সঠিক?

গাজী আজমল স্যার

জনগণতান্ত্রিকতা : একটি কলোনিতে রাণীই প্রধানতম ব্যক্তিত্ব । রাণীর উপরই নির্ভর করে একটি চাকের

সম্পূর্ণ জনগোষ্ঠীর সংখ্যা ও ক্ষমতা, জীবনের প্রতিটি ছন্দ ও কর্মশক্তি । সমগ্র মৌমাছি গোষ্ঠীকে রাণীই পরিচালিত করে ।

তাই রাণী মৌমাছিকে একটি জাতির সম্রাজ্ঞী, এমনকি দেবী হিসেবে অভিহিত করা হয় । তা সত্ত্বেও রাণীর অনেক কাজই

কলোনির অন্যান্য সদস্যের সিদ্ধান্তে করতে হয় । যেমন- উপযুক্ত সময় এবং মৌমাছিদের সঠিক প্রস্তুতি ছাড়া রাণী একটি

ডিমও পাড়ে না । জন্মগত বিরোধিতার কারণেই রাণী কখনও শূন্য রাণী কুঠুরিতে ডিম পাড়ে না, কিন্তু অন্যেরা তাকে সে

কাজেই বাধ্য করে । সোয়ার্মিং এর সময়ও রাণী তার ইচ্ছার বিরুদ্ধেই বাস্তুত্যাগে উৎসাহী মৌমাছিদের চাপে চাক ছেড়ে

যেতে বাধ্য হয় । রাণী অন্যান্য মৌমাছিদের কাছ থেকে যেমনি শ্রদ্ধা ও সম্মান অর্জন করে, রাণীও তার বিনিময়ে খাদ্যের

নিশ্চয়তা বিধান ও মৌমাছিদের সুশৃঙ্খল জাতিতে পরিণত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে নেতৃত্বে বহাল থাকে ।

অপরদিকে ভবিষ্যৎ সোয়ার্মিং- এ অংশগ্রহণকারীদের চাপে শূন্য রাণী কুঠুরিতে ভাবী রাণী সৃষ্টির উদ্দেশে ডিম পেড়ে

গণতন্ত্রের সুবাতাস বইতেও সাহায্য করে । এ কারণেই মৌমাছির কলোনি একদিকে চিত্তাকর্ষক, অনুসরণীয়, অন্যদিকে,

স্বৈরাচারদের জন্য এক ঈর্ষণীয় সমাজবন্ধন ।

৮. উত্তরাধিকার নির্বাচন : মৌচাকে রাণীর মৃত্যু হলে মৌমাছিদের মধ্যে আতংকের ভাব ফুটে উঠে । রাণী ছাড়া

মৌমাছিরা বাঁচতে পারে না বলে তারা তিন দিন বয়সের এক বা একাধিক ডিম বেছে নিয়ে সুপ্রশস্ত খোপে রেখে দেয় ।

রাণী হিসেবে নির্বাচিত লার্ভাকে বিশেষভাবে প্রস্তুত রাজসিক জেলি খাওয়ানো হয় বলে সেটি রাণী মৌমাছিরূপে বেড়ে

উঠে । এভাবে ষোল দিনের মধ্যে মৌমাছিরা নতুন রাণীকে পূর্ণাঙ্গ করে তোলে ।

প্রতিরক্ষা : মৌমাছি খুবই শান্তিপ্রিয় । অকারণে আক্রমণ করা তাদের স্বভাববিরুদ্ধ । তবু তাদের কষ্টার্জিত

সম্পদ-মধু অবৈধভাবে সংগ্রহের উদ্দেশে আণুবীক্ষণিক জীব থেকে শুরু করে মানুষ পর্যন্ত অনেকেই চাকে হানা দেয় ।

তাদের প্রতিহত করতে প্রকৃতি মৌমাছিকে হুল নামক মারাত্মক বিষাক্ত অস্ত্রে সজ্জিত করেছে । একটি হুলের দংশন যে

কোনো পতঙ্গ বা ইঁদুরজাতীয় ক্ষুদ্রদেহী স্তন্যপায়ীর মৃত্যু ঘটাতে যথেষ্ট ।

কুকুরের লালার প্রতিবর্তী ক্রিয়ার (Reflexes) উপর Pavlov বর্ণনা ও মৌমাছির সমাাজিক সংগঠন। টপিকের ওপরে পরীক্ষা দাও