শৈবাল ও ছত্রাকের সহাবস্থান

শৈবাল ও ছত্রাক উভয়ই থ্যালোফাইটা বিভাগের অন্তর্গত। উভয়ের ক্ষেত্রে সাদৃশ্য কোনটি ?

i.উভয়ই প্রকৃত কোষী

ii.খাদ্য তৈরিতে সক্ষম 

iii.পরিবহন টিস্যু অনুপস্থিত

নিচের কোনটি সঠিক?

মাজদো বেগম ম্যাম

  • ছত্রাক ও শৈবাল উভয়েই প্রকৃতকোষী বা ইউক্যারিওটিক।

  • এরা উভয়েই থ্যালোফাইটা অর্থাৎ দেহ মূল,কাণ্ড,পাতায় বিভক্ত নয় এবং ভাস্কুলার টিস্যু অনুপস্থিত।

  • শৈবাল ক্লোরোফিল সম্পন্ন হওয়ায় খাদ্য তৈরি করতে পারলেও ছত্রাক খাদ্য তৈরি করতে পারে না।

শৈবাল ও ছত্রাকের সহাবস্থান টপিকের ওপরে পরীক্ষা দাও