সবাত শ্বসন

শ্বসনে CO2\rm CO_2 উৎপন্ন হয় কোনটিতে?

উনবিংশ শতাব্দীতে বিজ্ঞানীগণ আবিষ্কার করেন যে, বায়ুর অনুপস্থিতিতে কোষে ইথানল বা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় কিন্তু বায়ুর উপস্থিতিতে কোষ, গ্রহণ করে এবং CO, ও H₂O উৎপন্ন করে। জার্মানিতে জন্ম নেয়া ইংরেজ প্রাণ-রসায়নবিদ Sir Hans Adolf Krebs (1900-1981) অক্সিজেনের উপস্থিতিতে পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণ জারণ প্রক্রিয়ার পর্যায়ক্রমিক বিক্রিয়ার তথ্য প্রথম প্রকাশ করেন ১৯৩৭ সালে। এ জারণ প্রক্রিয়ার অধিকাংশ বিক্রিয়া একটি চক্রের আকারে আবর্তিত হয়। এই চক্রকে সাধারণত ট্রাইকার্বোক্সিলিক অ্যাসিড (TCA) চক্র বলা হয়। চক্রটি আবিষ্কারকের নামানুসারে একে ক্রেবস্ চক্র বলা হয়। এই চক্রের প্রথম উৎপন্ন এবং অতি গুরুত্বপূর্ণ পদার্থ সাইট্রিক।

অ্যাসিড, তাই এই চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্রও বলা হয়। ক্রেবস্ তাঁর এই বিশেষ আবিষ্কারের জন্য ১৯৫৩ সালে রসায়নে নোবেল প্রাইজ পান

সবাত শ্বসন টপিকের ওপরে পরীক্ষা দাও