বাংলা
সংগঠন কাঠামো সহজ হলে কোন কাজটি সহজসাধ্য হয়?
সংগঠন কাঠামো সহজ হলে শ্রমিক-কর্মীদের মাঝে
সমন্বয়সাধনের কাজটি খুব সহজেই করা যায়।
বকেয়া ধারণার পূর্ণ বাস্তবায়নের জন্য কোন ধরণের দাখিলার প্রয়োজন?
একটি কাপড়ের দোকানে নভেম্বরের ৩০ তারিখে ১,০০,০০০ টাকার কাপড় বিক্রয় হয়। সংশ্লিষ্ট খদ্দেরকে ডিসেম্বরের ০৫ তারিখে বিবরণী পাঠানো হয় এবং ডিসেম্বরের ১০ তারিখে এ সংক্রান্ত একটি চেক গ্রহণ করা হয় । দোকানটি IFRS অনুযায়ী আয় চিহ্নিতকরণ নীতি অনুসরণ করে । কখন ১,০০,০০০ টাকা অর্জিত হয়েছে বলে গণ্য হবে?
শওকত ওসমান' কার ছদ্মনাম?
নির্বাহীদের জন্য বেশি উপযোগী প্রশিক্ষণ পদ্ধতি কোনটি?