হৃদরোগ
সবচেয়ে বেশি প্রচলিত এনজিওপ্লাস্টি কোনটি?
করোনারি স্টেন্টিং (Coronary stenting) : স্টেন্ট হচ্ছে ক্ষুদ্র কিন্তু প্রসারণযোগ্য, ধাতব যন্ত্র যা এনজিওপ্লাস্টি সম্পন্ন হলে ক্যাথেটারের সাহায্যে সংকীর্ণ ধমনি-লুমেনে প্রবেশ করিয়ে দেয়া হয়। লুমেন যেন আবারও সংকীর্ণ না হতে পারে সে কারণে স্টেন্ট-কে সেখানেই রেখে দেয়া হয়। অর্থাৎ যাদের করোনরি ধমনি বেশ নাজুক তাদের ক্ষেত্রে স্টেন্ট অত্যন্ত উপযোগি।
‘X’ খাবার অতিরিক্ত গ্রহণ করলেও হৃৎপিণ্ডে কোন রোগের সম্ভাবনা থাকে না?
'x' অংশের প্রতিস্থাপনে হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠে কোনো লিড প্রবেশ করানো হয় না ?
Myicardial Infarction (MI) মানবদেহের একটি মারাত্মক সমস্যা।
পেসমেকার-
হৃদপিণ্ডে ইলেক্ট্রনিক সিগনাল সৃষ্টি করে
SAN কে পেসমেকার বলে
Li ব্যাটারি ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?