পদ প্রকরণ

‘সবুজ মাঠ পেরিয়ে আমাদের গ্রাম’- বাক্যটিতে বিশেষণ পদ কোনটি?

বিশেষণ:
যেসব শব্দ দিয়ে সাধারণত বিশেষ্য ও সর্বনামের গুন, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়, তাকে বিশেষণ বলে। যেমন,
সুন্দর ফুল,বাজে কথা,লাল ফিতা,নীল আকাশ ইত্যাদি।
বর্ণবাচক- যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয়, তাকে বর্ণবাচক বিশেষণ বলে। যেমন, 
- নীল আকাশ।
- লাল ফিতা।
এখানে 'নীল', 'লাল' হলো বর্ণবাচক বিশেষণ।
'সবুজ মাঠ পেরিয়ে আমাদের গ্রাম।' বাক্যটিতে 'সবুজ' বিশেষণ পদ।

তথ্যসূত্র:-  বাংলা ভাষার ব্যাকরন ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

পদ প্রকরণ টপিকের ওপরে পরীক্ষা দাও