সমবায় সমিতির বিষয়বস্তু

সমবায়ের মূল উদ্দেশ্য কী ?

DU-C 93-94

পারস্পরিক অর্থনৈতিক কল্যানের লক্ষ্যে একই এলাকার সমশ্রেণী বা পেশার অভিন্ন চিন্তাধারার সমমনা কিছু ব্যক্তি সম্মিলিত প্রচেষ্টা ও সমঅধিকারের ভিত্তিতে দেশের প্রচলিত আইনের আওতায় যে গণতন্ত্রেররীতি সমৃদ্ধ প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে সমবায় সমিতি বলে।

বাংলাদেশে বহাল ২০০১ সালের সমবায় আইনের ২(২০) ধারা মতে, "অত্র আইনের অধীনে ইতোমধ্যে নিবন্ধিত বা নিবন্ধনের জন্য অপেক্ষারত সমিতিই হল সমবায় সমিতি"।

সমবায় সমিতির বিষয়বস্তু টপিকের ওপরে পরীক্ষা দাও