পরিফেরা ও নিডারিয়া

সমুদ্রের Rain forest বলা হয় কোন পর্বকে?

নিডারিয়া পর্বকে সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয়।

বিচিত্র বর্ণময়তার কারণে নিডারিয়া পর্বের সদস্যরা সমুদ্রকে বর্ণিল রূপদানে সবচেয়ে বেশি অবদান রেখেছে।প্রবাল ও প্রবাল প্রাচীর গুলোতে বাস করে সামুদ্রিক প্রজাতির ২৫% জীব ।প্রবাল প্রাচীর তাই পৃথিবীর অন্যতম রত্ন ভান্ডার হিসেবে পরিচিত এবং সমুদ্রের রেইন ফরেস্ট নামে অভিহিত।

পরিফেরা ও নিডারিয়া টপিকের ওপরে পরীক্ষা দাও