প্রাণিজগতের ভিন্নতা, শ্রণিবিন্যাসের ভিত্তি ও নীতি এবং এর প্রয়োজনীয়তা
সমুদ্র তারা এর প্রতিসাম্যতা কোন ধরনের?
হাইড্রা,জেলিফিশ,সীঅ্যানিমন(Metridium)→অরীয় প্রতিসাম্য।
Volvox,Radiolaria→ গোলীয় প্রতিসাম্য।
সপঞ্জ,আপেল শামুক → অপ্রতিসাম্য।
মানুষ,প্রজাপতি→ দ্বিপাশ্বীয় প্রতিসাম্য।
দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য প্রাণীদের শ্রেণিতাত্ত্বিক ধাপ বাইলেটারিয়ায় স্থাপন করা হয়।
অরীয় প্রতিসাম্য প্রাণীদের শ্রেণিতাত্ত্বিক ধাপ রেডিয়াটায় স্থাপন করা হয়।
জেলিফিসে চর্তুরীয় প্রতিসাম্যতা দেখা যায়।
সমুদ্র তারা, সমুদ্র আর্চিন, সমুদ্র লিলি তে পঞ্চঅরীয় প্রতিসাম্যতা দেখা যায়।