সমাস
"সর্বনাশ করে যে" একটি উপপদ তৎপুরুষ সমাস। এর ব্যাসবাক্য হলো "সর্বনাশা", যেখানে "সর্বনাশ" উপপদ এবং "করে যে" কৃদন্ত পদ হিসেবে কাজ করছে
যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ-প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। যেমন : পকেট মারে যে- পকেটমার, জল দেয় যে -জলদ,সর্বনাশ করে যে = সর্বনাশা ।
(ক) সমাস কাকে বলে? বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা আলোচনা করো।
অথবা, (খ) প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো (যেকোনো পাঁচটি):
জেলে, সৃষ্টি, দৈনিক, ক্রেতা, উক্তি, নকলনবিশ, বিনয়, সৌন্দর্য।
(ক) "উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে।"- আলোচনা কর।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ:
প্রতিদান, সুচেতনা, বাংলাদেশ, নদীমাতৃক, সৈন্যসামন্ত, সপ্তর্ষি, স্বাধীনতা, চরণকমল।
মুখচন্দ্র' কোন সমাস?
কোন সমাসের পূর্বপদ উপসর্গ কিংবা অব্যয়যোগে এবং উত্তরপদ বিশেষ্য দ্বারা গঠিত হয়?