সমাস

'সর্বনাশ করে যে' এই ব্যাসবাক্যটি কোন সমাস?

DU 18-19

"সর্বনাশ করে যে" একটি উপপদ তৎপুরুষ সমাস। এর ব্যাসবাক্য হলো "সর্বনাশা", যেখানে "সর্বনাশ" উপপদ এবং "করে যে" কৃদন্ত পদ হিসেবে কাজ করছে

যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ-প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। যেমন : পকেট মারে যে- পকেটমার, জল দেয় যে -জলদ,সর্বনাশ করে যে = সর্বনাশা ।

সমাস টপিকের ওপরে পরীক্ষা দাও