টিস্যুকালচার প্রযুক্তি
সর্বপ্রথম মেরিস্টেম টিস্যু কালচার করেন কোন বিজ্ঞানী?
মেরিস্টেম কালচার (Meristem culture): উদ্ভিদের শীর্ষমুকুলের অগ্রভাগের ভাজক টিস্যুর কালচারকে মেরিস্টেম কালচার বলে। রোগমুক্ত বিশেষ করে ভাইরাস মুক্ত চারা উৎপাদন করতে মেরিস্টেম কালচার করা হয়। মোরেল ও মারটিন (Marel and Martin), ভাইরাস মুক্ত ডালিয়া উদ্ভিদের চারা তৈরির জন্য সর্বপ্রথম মেরিস্টেম কালচার প্রয়োগ করেন।
যেসব উদ্ভিদের বীজের জীবনীশক্তি কিছুদিনের মধ্যেই নষ্ট হয় তাদের কোনটি সংরক্ষণ করতে হবে?
টিস্যু কালচারের জনক কে?
বীজ স্বল্পতা এবং বাঁশ গাছের কাণ্ডে মুকুলের অপর্যাপ্ততার কারণে জনাব রফিকুল বাঁশ গাছের কান্ড থেকে বীজের অভাব এবং অপর্যাপ্ত কুঁড়ির কারণে বাণিজ্যিকভাবে বাঁশের চারা উৎপাদন করতে পারে না। একজন উদ্ভিদ বিজ্ঞানীর পরামর্শ অনুযায়ী তিনি বাঁশের বীজ ও কুড়ি ছাড়াই বিশেষ প্রযুক্তি অনুসরণ করে বাঁশের চারা উৎপাদন শুরু করেন।