নোবেল বিজয়ী বাঙালি

সর্বমোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়?

DU B 04-05

সর্বমোট ৬টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

নোবেল পুরস্কার প্রদান করা হয় নিম্নলিখিত বিষয়ে:

  1. পদার্থবিজ্ঞান (Physics)

  2. রসায়ন (Chemistry)

  3. অর্থনীতি (Economic Sciences) (1969 সালে চালু হয়)

  4. চিকিৎসা বা প্রাণীবিজ্ঞান (Physiology or Medicine)

  5. সাহিত্য (Literature)

  6. শান্তি (Peace) (এই পুরস্কার নরওয়েতে প্রদান করা হয়, বাকিগুলো সুইডেনে)

উল্লেখ্য, নোবেল পুরস্কারের মূল ৫টি বিভাগ ছিল পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তি। পরে ১৯৬৯ সালে অর্থনীতি যোগ করা হয়, যা মূলত "The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel" নামে পরিচিত।

নোবেল বিজয়ী বাঙালি টপিকের ওপরে পরীক্ষা দাও