২.১২ জৈব অ্যাসিড ও জাতক

সাইক্লোহেক্সানোন কে জারিত করলে কোনটি উৎপন্ন হয়?

সাইক্লোহেক্সানোন হল একটি চক্রীয় কেটোন, যার একটি কার্বনাইল গ্রুপ (C=0) থাকে। যখন সাইক্লোহেক্সানোনকে জারিত করা হয়, তখন কার্বনাইল গ্রুপটি কার্বক্সিল গ্রুপে (COOH) রূপান্তরিত হয়। কার্বক্সিল গ্রুপ একটি অ্যাসিড, তাই সাইক্লোহেক্সানোন জারিত হয়ে অ্যাডিপিক অ্যাসিড উৎপন্ন করে।

২.১২ জৈব অ্যাসিড ও জাতক টপিকের ওপরে পরীক্ষা দাও