আমার পথ
সাম্প্রদায়িক বিরোধ একসময় উপমহাদেশে প্রকট আকার ধারণ করেছিল। নজরুল তাঁর সাহিত্যের মাধ্যমে সবসময় এই বিরোধের অবসান ঘটিয়ে হিন্দু-মুসলমানের মিলন ঘটাতে সচেষ্ট ছিলেন। উদ্দীপক ও 'আমার পথ' প্রবন্ধের আলোকে নজরুল কী চেয়েছেন?
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে ভিন্ন ধর্ম-মত- পথের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগে। এই ম্প্রীতির মধ্য দিয়ে উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলা সম্ভব।
আত্মবিশ্বাসী মানুষই সাফল্যের পথে এগিয়ে যান। তিনি অন্যের মত ও পথের প্রতি শ্রদ্ধা বজায় রেখেও নিজের সত্যকে প্রতিষ্ঠা করতে পারেন। অন্যের উপর নির্ভরতা তার লক্ষ্য নয়। নিজেকে চিনে এবং নিজের বিশ্বাসকে বড় মনে করার মধ্য দিয়েই তিনি কল্যাণকর কিছু করতে পারেন।
১৯৭২ সালে কার উদ্যেগে কাজী নজরুল ইসলামকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে এনে নাগরিকত্ব ও জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়?
'আমার পথ' প্রবন্ধে বিপথ বলতে লেখক কোন পথকে বুঝিয়েছেন?