১.১০- ল্যাবরেটরি এর নিরাপত্তা ও ব্যাবহার বিধি
সায়ানাইডসমূহ-
সায়ানাইড একটি রাসায়নিক যৌগ, যার মধ্যে C≡N মূলক বিদ্যমান। এই মূলকটি সায়ানো গ্রুপ নামেও পরিচিত। একটি কার্বন পরমাণুর সঙ্গে একটি নাইট্রোজেন পরমাণু ত্রিবন্ধনে আবদ্ধ হয়ে সায়ানো মূলক গঠন করে। অজৈব সায়ানাইডে CN- অ্যানায়নরূপে সায়ানো গ্রুপ উপস্থিত থাকে । সোডিয়াম সায়ানাইড ও পটাসিয়াম সায়ানাইডের মত লবণ অত্যন্ত বিষাক্ত। হাইড্রোসায়ানিক এসিড (যেটি হাইড্রোজেন সায়ানাইডরূপেও পরিচিত) অত্যন্ত অস্থিতিশীল তরল, শিল্পক্ষেত্রে যাকে ব্যাপক হারে ব্যবহার করা হয়। সায়ানাইড লবণের অম্লীয়করণের মাধ্যমে এটি আহরণ করা হয়।
কোনটি বিষাক্ত(toxic) নয়?
অব্যবহৃতধাতু নষ্ট করতে দরকার-
i. বিউটানল
ii. ইথানল
iii. মিথানল
নিচের কোনটি সঠিক?
আলোক সক্রিয় রিয়েজেন্ট রাখা হয়-
ল্যাবরেটরিতে বাদামি বর্ণের রিয়েজেন্ট বোতলে রাখা A কেমিক্যাল ব্যবহারের পর শিক্ষার্থী বোতলের মুখের কর খোলা রেখেছিল। শিক্ষক বোতলের মুখে কক লাগাতে বললেন।
A কেমিক্যালটি হতে পারে-