প্রত্যাবর্তনের লজ্জা
সাহিত্যের কোন শাখায় আল মাহমুদ বিশেষ অবদান রাখেন?
মানবমনের ভাবনা-কল্পনা যখন অনুভূতি রঞ্জিত যথাবিহিত শব্দসম্ভারে বাস্তব ও সুষমামণ্ডিত হয়ে উঠে তা-ই কবিতা।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে। এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। উদ্দীপকটির সঙ্গে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার সাদৃশ্য কীসে?
'কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না।'- কথাটি কার ক্ষেত্রে প্রযোজ্য?
আমি বাংলায় গান গাই
আমি বাংলার গান গাই
আমি আমার আমি কে
চিরদিন এই বাংলায় খুঁজে পাই।
উদ্দীপকের ভাবার্থ 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কোন চরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
স্বপ্নের ঘোরে রাতদিন ডুবে থাকা
তবু হয় না স্বপ্নপূরণ;
আমার অস্থিমজ্জায় এখন কড়কড়ে টাকার গন্ধ, এ এক অবিশ্বাস্য নগরের জাদুমন্ত্র যেন।
উদ্দীপকে ফুটে উঠা ভাবটি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার কবির সঙ্গে
যেদিক থেকে বৈসাদৃশ্যপূর্ণ-
i. নাগরিক জীবনের প্রতি অনীহা
ii. পরাজয়ের গ্লানি
iii. স্বপ্নপূরণের তীব্র আকাঙ্ক্ষা
নিচের কোনটি সঠিক?