জলভাগ ও পাহাড়- পর্বত

সিনাই উপদ্বীপ নিয়ে যুদ্ধ হয় কোন দুটি দেশের মধ্যে?

সিনাই উপদ্বীপ নিয়ে মিশর এবং ইসরায়েল এর মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছে। উল্লেখযোগ্য যুদ্ধগুলি হল: ১৯৫৬ সালের সুয়েজ যুদ্ধ: যুক্তরাজ্য, ফ্রান্স এবং ইসরায়েল মিশরের বিরুদ্ধে যুদ্ধ করে। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধ: ইসরায়েল মিশর, জর্ডান, সিরিয়া এবং ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করে। ১৯৭৩ সালের ইয়োম কিপ্পুর যুদ্ধ: মিশর এবং সিরিয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে। ১৯৭৯ সালের ইসরায়েল-মিশর শান্তি চুক্তি স্বাক্ষরের পর থেকে সিনাই উপদ্বীপ মিশরের নিয়ন্ত্রণে রয়েছে।

জলভাগ ও পাহাড়- পর্বত টপিকের ওপরে পরীক্ষা দাও