সিমেন তৈরির জন্য পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে কোন অঙ্গ?
সেমিনাল ভেসিকল (Seminal vesicle) : শ্রোণিগহ্বরে মূত্রথলির নিম্নপ্রান্ত ও মলাশয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত একজোড়া লম্বাকৃতির, পেশিময়, থলিকাকার গ্রন্থিকে সেমিনাল ভেসিকল বলে । এটি একটি ক্ষুদ্র নালি দ্বারা শুক্রনালির সাথে যুক্ত থাকে ।
কাজ : এটি শুক্রাণুকে ধারণ করার জন্য পিচ্ছিল ও সান্দ্র সেমিনাল তরল (seminal fluid) ক্ষরণ করে যার ৭০% বীর্য বা সিমেন (semen) গঠন করে । বীর্যের প্রধান উপাদান হলো প্রোস্টাগ্লান্ডিন, ফ্রুক্টোজ, সাইট্রেট, ইনোসিটল ও কয়েক ধরনের প্রোটিন । এসব পদার্থ শুক্রাণুকে পুষ্টি প্রদান করে ।