বিভীষণের প্রতি মেঘনাদ
সিরাজ ছিলেন দেশপ্রেমিক ও তিনি দেশের স্বাধীনতা রক্ষার জন্য সকল প্রকার চেষ্টা করেছেন ঠিক যেমন করেছেন মেঘনাদ। অন্য দিকে ঘসেটি বেগম সিরাজের খালা হওয়া সত্ত্বেও সে তার সাথে বিশ্বাসঘাতকতা করে শত্রুদের সাহায্য করেছে বিভীষণ ও তেমন ই রাম লক্ষ্মণ কে সাহায্য করেছিল। তাই বলা যায় উভয় চরিত্রে মিল রয়েছে।